National

আজ থেকে আর আলাদা রাজ্য নয় জম্মু কাশ্মীর

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল জম্মু কাশ্মীরকে ভেঙে ২টি ভাগ করা হবে। ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যাবে এই রাজ্য। একটি হবে জম্মু কাশ্মীর। অন্যটি লাদাখ। জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা হারানোয় ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল ২৮টি। অন্যদিকে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের জায়গায় ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল হল মোট ৯টি।

বৃহস্পতিবার ২ কেন্দ্রশাসিত অঞ্চলে শপথ গ্রহণ করলেন ২ লেফটেন্যান্ট গভর্নর। জম্মু কাশ্মীরের দায়িত্বে এলেন জিসি মুর্মু। লাদাখের দায়িত্বে এলেন রাধাকৃষ্ণ মাথুর। বাংলার ৫ শ্রমিককে জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর গোটা উপত্যকা জুড়েই বাড়তি নিরাপত্তা বন্দোবস্ত হয়েছে। এদিন ছিল ২ লেফটেন্যান্ট গভর্নরের শপথগ্রহণ। সেইসঙ্গে ২টি ভাগে ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল জম্মু কাশ্মীর। ফলে এদিন যাতে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ না ঘটতে পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছিল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

২ দিন আগেই জম্মু কাশ্মীরে ঘুরে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল। তারা এলাকা ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করে যান দলের সদস্যরা। এদিকে জম্মু কাশ্মীর জুড়ে এখনও সক্রিয় নয় কোনও রাজনৈতিক দল। এখনও পূর্ণ স্বাভাবিকতা ফিরতে সময় হয়তো লাগবে। এদিকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ার পর এবার সেখানে প্রশাসন কোন পথে এগোয় সেদিকে চেয়ে সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *