National

মিষ্টির বাক্সে লুকোনো বন্দুক, হিন্দু মহাসভার প্রাক্তন নেতাকে গুলি করে হত্যা

শুক্রবার সকাল। লখনউয়ের খুরশিদবাগ এলাকা। এখানেই হিন্দু মহাসভার প্রাক্তন প্রেসিডেন্ট নেতা তথা হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারির অফিস। সেখানে তখন তিনি নিজে উপস্থিতও ছিলেন। সেই সময় সেখানে হাজির হয় গেরুয়া বসনধারী এক ব্যক্তি। তার হাতে ছিল মিষ্টির বাক্স। সে জানায় কমলেশ তিওয়ারিকে এই মিষ্টির বাক্সটি দিতেই তার আসা।

মিষ্টির বাক্স হাতে গেরুয়া বসনধারী এক ব্যক্তির আগমনে বড় একটা বিচলিত হননি হিন্দু সমাজ পার্টির সদস্যরা। তাঁরা ওই ব্যক্তিকে কমলেশ তিওয়ারির সঙ্গে দেখা করতে দেন। কমলেশ তিওয়ারির সামনে পৌঁছে আর সময় নষ্ট না করে দ্রুত হাতে থাকে মিষ্টির বাক্স খুলে ফেলে ওই ব্যক্তি। তারপর সেখান থেকে বার করে একটি বন্দুক। যা দিয়ে ঝাঁঝরা করে দেয় কমলেশ তিওয়ারির দেহ।

রক্তাক্ত কমলেশ তিওয়ারিকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে ঘটনার পর সেখান থেকে চম্পট দেয় আততায়ী ওই ব্যক্তি। পুলিশ তাকে ধরতে সবরকম চেষ্টা শুরু করেছে। এই নিয়ে গত ১১ দিনে পরপর ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত ৮ অক্টোবর বিজেপি নেতা চৌধুরি যশপাল সিং খুন হন দেওবান্দ এলাকায়। গত ১০ অক্টোবর বিজেপি নেতা কবীর তিওয়ারি খুন হন বাস্তি এলাকায়। গত ১৩ অক্টোবর বিজেপি নেতা ধারা সিং খুন হন ফের দেওবান্দে। তারপর এদিন হত্যা হল কমলেশ তিওয়ারির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *