National

পেটে ব্যথা, ২ যুবককে গর্ভাবস্থা পরীক্ষা করতে দিলেন চিকিৎসক

২ যুবক কী সন্তান সম্ভবা? হয়তো গর্ভাবস্থা বলেই পেটে ব্যথা। সেটা তো দেখা দরকার! তাই ২ যুবককে অবিলম্বে প্রেগনেন্সি টেস্ট বা গর্ভাবস্থার পরীক্ষার নির্দেশ দিলেন এক সরকারি চিকিৎসক। শুধু তাই নয়, তাঁদের পেটের ব্যথার কারণ খুঁজতে তাঁদের এইচআইভি টেস্টও করতে দিয়েছেন তিনি। দিয়েছেন হিমোগ্লোবিন পরীক্ষা। এই পরীক্ষা তালিকা জানাজানি হওয়ার পর হৈচৈ পড়ে গেছে চিকিৎসক থেকে আমজনতার মধ্যে। যেই শুনছেন আঁতকে উঠছেন। বন্ধুরা ওই ২ যুবকের পিছনে লাগাও শুরু করেছে। আপাতত পেটব্যথা ওই যুবকদের মাথায় উঠেছে।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাতরা জেলায়। মুকেশ কুমার নামে ওই সরকারি চিকিৎসক ২ যুবকের পেটের ব্যথার কারণ কীভাবে গর্ভাবস্থা ভাবতে পারেন তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে। কারণ একজন সাধারণ মানুষ সেকথা কল্পনা করবেন না, তো চিকিৎসক তো দূরের কথা! কিন্তু ঘটনা তো ঘটেছে। বাস্তবেই ঘটেছে। ওই ২ যুবক গোপাল গাঞ্জু ও কমলেশ্বর জানু ছাতরার এক সিভিল সার্জন অরুণ কুমার পাসোয়ানকে সব কথা জানান। তিনি শোনা মাত্র বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এতকিছুর পর এখন আবার অভিযুক্ত চিকিৎসক এমন প্রেসক্রিপশন তাঁর দেওয়াই নয় বলে দাবি করেছেন। তবে তদন্ত চলছে। তাতেই সব পরিস্কার হয়ে যাবে। প্রসঙ্গত এই ঝাড়খণ্ডেই কিছুদিন আগে এক মহিলা পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন। তিনি প্রেসক্রিপশনও লিখে দেন। এরপর সেই প্রেসক্রিপশন নিয়ে তিনি একটি ওষুধের দোকানে হাজির হন। তখন দোকানদার তাঁকে জানান চিকিৎসক তাঁকে পেটের ব্যথা কমাতে কন্ডোম প্রেসক্রাইব করেছেন! সেই নিয়ে হৈচৈ শুরু হয়েছিল ঝাড়খণ্ড জুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *