National

অখিলেশকে ছাড়াই প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেন মুলায়ম, উত্তরপ্রদেশে একা লড়বে সপা

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বাপ-ছেলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসে পড়ল। বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেলেন না অখিলেশ যাদব অনুগামীরা। বরং সেখানে মুলায়ম ও শিবপাল যাদবের ইচ্ছাই একমাত্র গুরুত্ব পেয়েছে। ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভার ৩২৫টি আসনেই এদিন প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মুলায়ম। যেখানে মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব পুত্র অখিলেশ যাদবের পছন্দের লোকজন কোনও জায়গাই পাননি। উল্টে একগুচ্ছ ফৌজদারি মামলায় জড়িয়ে থাকা আতিক আহমেদকে অখিলেশের চরম অনিচ্ছা সত্ত্বেও প্রার্থী করা হয়েছে। অখিলেশের অনুপস্থিতিতে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মুলায়ম সাফ জানিয়েছেন সপা মুখ্যমন্ত্রী বেছে ভোটে লড়েনা। এভাবে সুকৌশলে অখিলেশ আদৌ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কিনা তা এড়িয়ে গেছেন মুলায়ম। এদিন সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে একা লড়বে বলেও জানিয়ে দিয়েছেন সপা সুপ্রিমো। বাকি ৭৮ আসনের প্রার্থী তালিকা দ্রুত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। অখিলেশ যাদব যেখান থেকে চাইবেন সেই কেন্দ্র থেকেই লড়তে পারেন বলেও জানিয়েছেন মুলায়ম।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *