National

কাশ্মীর ছাড়ছেন মানুষজন, বিমানবন্দরে উপচে পড়া ভিড়

জম্মু কাশ্মীর হারিয়েছে বিশেষ রাজ্যের মর্যাদা। এখন রাজ্যই নয় জম্মু কাশ্মীর। শ্রীনগরে জারি হয়েছে ১৪৪ ধারা। গোটা উপত্যকা জুড়ে ক্রমেই বেড়ে চলেছে সেনা মোতায়েন। এসব নিয়ে আতঙ্কের পারদ চড়ছিলই। তারমধ্যে খোদ সরকারের তরফেই জম্মু কাশ্মীরের বাইরে থেকে আসা মানুষজনকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। এই অবস্থায় কেউই যে আর একদিনও সেখানে থাকার ঝুঁকি নেবেন না সেটাই স্বাভাবিক। তারই প্রভাব স্পষ্ট হল শ্রীনগর বিমানবন্দরে।

সোমবার সকাল থেকে বিমানবন্দরে মানুষের ভিড় জমতে থাকে। তখনই টিকিট কেটে শ্রীনগর ছাড়তে চান অনেকে। ফলে বিমানগুলির ওপর ছিল প্রবল চাপ। সুযোগ বুঝে টিকিটের দামও বাড়িয়ে দেয় বিমান সংস্থাগুলি। তাতেও অবশ্য মানুষকে দমাতে পারা যায়নি। বেশি টাকা দিয়েই টিকিট কেটে বিমান ওড়ার জন্য অপেক্ষা করেছেন তাঁরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সোমবার বিকেল পর্যন্ত ৬ হাজারের ওপর মানুষ শ্রীনগর ছেড়েছেন। বিমানবন্দরে ভিড় কিন্তু কমছে না। কেউ একা, কেউ পরিবার নিয়ে সকলেই পালাতে চাইছেন। এদিকে কাশ্মীর জুড়েই ব্যাহত টেলিফোন পরিষেবা। অধিকাংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা নেই। চারিদিকে সেনা, আধাসেনা, পুলিশের টহল চলছে। অন্যদিকে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে সেখানে সব রকম বন্দোবস্ত করা হচ্ছে যাতে নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে সকলে শ্রীনগর ছাড়তে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *