National

জুয়ায় হেরে স্ত্রীকে গণধর্ষণের জন্য বন্ধুদের হাতে তুলে দিল স্বামী

মহাভারতে দ্রৌপদীকে জুয়ায় হেরেছিলেন যুধিষ্ঠির। ফলে পাণ্ডবীকে শর্তমত তুলে দিতে হয়েছিল কৌরবদের হাতে। প্রকাশ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ শুরু করে দুঃশাসন। সেসময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই চরম লজ্জার হাত থেকে রক্ষা করেন। তবে মহাভারত বোধহয় সকলকে এখনও সেই কাহিনি থেকে শিক্ষা দিতে পারেনি। তাই এখনও স্বামী তার স্ত্রীকে জুয়ায় হারে। মহাভারতে জুয়ায় হারা দ্রৌপদীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ ছিলেন। কিন্তু বর্তমানে এক স্ত্রীকে কেউ বাঁচাতে পারলেন না। জুয়ায় জেতা স্বামীর বন্ধুদের পৈশাচিক লালসার শিকার হতে হল তাঁকে। একবার নয় ২ বার তাঁকে বন্ধুদের হাতে নিজেই তুলে দিল স্বামী।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের জাফারাবাদে। এখানেই এক ব্যক্তি জুয়ায় আসক্ত। জুয়া খেলা আর মদ্যপান তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। নির্যাতিতার অভিযোগ তাঁর স্বামী বন্ধু অরুণ ও এক দূরসম্পর্কের আত্মীয় অনিলকে ঘরে ডেকে আনেন। আত্মীয় হলেও অনিল ছিল তার বন্ধুই। শুরু হয় জুয়ার আসর। সেখানে টাকা হাতে না থাকায় স্ত্রীকে জুয়ায় বাজি ধরে ওই ব্যক্তি। সেই বাজি সে হারে। জুয়ায় স্ত্রীকে হারার পর ওই ব্যক্তি নিজেই অনিল ও অরুণকে বলে তার স্ত্রীকে তারা ধর্ষণ করতে পারে। অনুমতি পাওয়ার পরই ওই মহিলাকে ২ জনে মিলে গণধর্ষণ করে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই ঘটনায় লজ্জায় ঘৃণায় স্বামীর ঘর ছেড়ে তাঁর এক কাকার বাড়ি চলে যান ওই মহিলা। কিন্তু তাঁর স্বামীও পিছু পিছু তাঁর কাকার বাড়িতে হাজির হয়। সেখানে তার এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে নেয় স্ত্রীর কাছে। মেনে নেয় এটা তার একটা বিরাট ভুল হয়ে গেছে। স্বামীর এই অনুতাপে মন গলে স্ত্রীর। তিনি ঠিক করেন যা হওয়ার হয়েছে। স্বামীর সঙ্গে ফিরে যাবেন বাড়িতে। কাকার বাড়ি থেকে বেরিয়ে স্বামীর সঙ্গে গাড়িতে চড়ে বসেন।

ওই মহিলার অভিযোগ স্বামী গাড়িতে তাঁকে নিয়ে একটি জায়গায় হাজির হয়। সেখানে তখন স্বামীর বন্ধুরা হাজির ছিল। সেখানে গিয়ে স্ত্রীকে গাড়ি থেকে বার করে ওই বন্ধুদের হাতে তুলে দেয় ওই ব্যক্তি। ফের স্বামীর বন্ধুদের লালসার শিকার হন ওই মহিলা। এরপর তিনি অশক্ত শরীরে হাজির হন পুলিশের কাছে। কিন্তু মহিলার অভিযোগ পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। ফলে সেখান থেকে তিনি হাজির হন আদালতে। আদালত পুলিশকে এফআইআর করে তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে অবশেষে মহিলার অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয় পুলিশ। গণধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *