National

প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারাল জিপ, মৃত ৩

সোমবার রাত থেকেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যেই জিপ নিয়ে রাতে গন্তব্যে রওনা দিয়েছিলেন ৩ জন। ২ যুবক ও ১ মধ্যবয়সী ব্যক্তি ছিলেন জিপে। প্রবল বৃষ্টির মধ্যেই উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার পাহাড়ি এলাকা ধরে এগোচ্ছিল জিপটি। মাদকোট এলাকায় পাহাড়ের গা ঘেঁষে নিচ দিয়ে বয়ে চলা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।

উত্তরাখণ্ড জুড়ে বৃষ্টি সোমবার থেকে শুরু হয়েছে। ক্রমে তা প্রাবল্য বাড়িয়ে মঙ্গলবার কার্যত গোটা রাজ্য ভাসিয়ে দিচ্ছে। অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় পরিস্থিতি আরও জটিল আকার নেবে বলেই মনে করছেন সকলে।

গঙ্গোত্রী ও বদ্রীনাথের রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় সোমবার রাতেই। পাহাড়ি ধসে অনেক রাস্তাই অবরুদ্ধ। দ্রুত রাস্তা খোলার চেষ্টা হলেও ধস সরিয়ে রাস্তা সাফ করতে সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করছে একটানা বৃষ্টি।

গঙ্গোত্রী হাইওয়েতে বাদেতি এলাকায় ধস নামে। উত্তরকাশী জেলার এই অঞ্চলে পাহাড়ি ধসে আগেও রাস্তা বন্ধ করেছে। এবারও করল। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। ঘুরপথে গাড়িগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *