National

জিম থেকে ফেরার পথে গুলি, মৃত ২

জিম থেকে ফিরছিলেন ২ জনে। প্রতিদিনই জিমে গা ঘামানো অভ্যাস। তাই বুধবারও তার অন্যথা হয়নি। জিমে গা ঘামিয়ে রাতে বাড়ির দিকেই যখন ২ জনে ফিরছিলেন ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে চলে গুলি। গুলিতে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। এদিকে গুলিতে ঝাঁঝরা করে সেখান থেকে পালায় দুষ্কৃতিরা।

২ ব্যক্তিকে এভাবে গুলি খেয়ে রাস্তায় পড়ে যেতে দেখে চারপাশ থেকে লোকজন ছুটে আসেন। হাজির হয় পুলিশ। দ্রুত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন এই ২ ব্যক্তিকে এভাবে গুলি করে পালাল দুষ্কৃতিরা? এ প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির জ্যোতি নগর এলাকায়। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান খুনের কারণ ব্যক্তিগত শত্রুতা হতে পারে। তবে ঠিক কী কারণ এখনও সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি। কতজন দুষ্কৃতি এসে গুলি চালায় তাও এখনও পরিস্কার নয়। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button