National

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে বিষধর সাপ

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাড়ির লনে দেখা মিলল এক বিষধর সাপের। লনে ঘুরে বেড়াচ্ছিল সেটি। তখনই সুরক্ষাকর্মীদের নজরে পড়ে সাপটি। শনিবার সকালে এভাবে বাড়ির মধ্যে বিষধর সাপের অবাধ আচরণে আতঙ্ক ছড়ায়। শ্রীনগরের গুপকার রোডের ওপর ওমর আবদুল্লার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা বাড়ি। সেখানে বিষধর সাপ বিচরণ করছে। এটা নিয়ে সুরক্ষাকর্মীরাও সতর্ক হয়ে পড়েন।

বিষধর সাপ হওয়ায় কেউই তাকে ধরার ঝুঁকি নেননি। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে পাকড়াও করতে সমর্থ হন। তাকে পাকড়াও করে শ্রীনগরের বাইরে দাচিগাম জাতীয় উদ্যানে ছেড়ে দেন বন কর্মীরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাড়ির সদস্যরা। হাঁফ ছেড়ে বাঁচেন সুরক্ষাকর্মীরাও।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

জাবারওয়ান পর্বতমালার পাদদেশে ওমর আবদুল্লার বাড়ি। কাছেই শঙ্করাচার্য পর্বত। এই পর্বত আবার সাপ, ভল্লুক, তিতির পাখি সহ অন্যান্য বন্য জন্তুর জন্য বিখ্যাত। তবে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীদের বাড়িতে বিষধর সাপের ঢুকে পড়া এদিন নতুন ঘটল না। আগেও ২০১৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির জম্মুর বাড়িতে একটি কোবরা ঢুকে পড়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *