National

মোবাইলে চোখ, গাড়ির চাকায় ছোট্ট গুলামকে পিষে দিল কাকা

এসইউভি গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়াতে সামনের সিট থেকে একাই নেমে গিয়েছিল ৩ বছরের গুলাম। ভাইপোকে বাড়ি ছেড়ে কাকা আস মহম্মদ ঠিক করেছিল কাজে চলে যাবে। তাই ভাইপো নেমে যাওয়ার পরই গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তাই স্টিয়ারিং ধরে বসেছিল ভাইপো বেরিয়ে যাওয়ার অপেক্ষায়। এদিকে গুলাম একাই নেমে গাড়ির সামনে দিয়ে বাড়ির দরজার দিকে এগোনোর চেষ্টা করে। আর ঠিক তখনই বেজে ওঠে মহম্মদের মোবাইল ফোন।

মোবাইল ফোনের স্ক্রিনের দিকে চেয়ে সেদিকেই নজর রেখে গাড়ি চালিয়ে দেয় মহম্মদ। সামনে কে আছে, কি আছে কিছু না দেখেই গাড়ি চালাতে শুরু করে তিনি। এদিকে তখনও গুলাম গাড়ির সামনে থেকে সরেনি। ফলে গাড়ির চাকায় জড়িয়ে যায় ছোট্ট গুলাম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভাইপো যে তারই গাড়ির চাকায় জড়িয়ে রাস্তায় ঘষটাচ্ছে তাও জানত না কাকা। সে নিজের মত গাড়ি চালিয়ে এগোচ্ছিল। পরে এক মহিলার চিৎকারে তার হুঁশ ফেরে। মোবাইল থেকে চোখ সরিয়ে বুঝতে পারে কি কাণ্ড সে করেছে। তখনই গাড়ি থামায় মহম্মদ। ততক্ষণে ২০ মিটার পর্যন্ত গাড়ির চাকা টেনে নিয়ে গেছে গুলামকে। আশঙ্কাজনক অবস্থায় গুলামকে নিয়ে হাসপাতালে ছোটে কাকা। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার। দিল্লির ভরত নগর এলাকায়। দিল্লির এইমসে ২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে ছোট্ট গুলাম। বুধবার মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। কাকার অসতর্কতার মূল্য প্রাণ দিয়ে চোকাতে হল তাকে। কাকা মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছে তারা। তবে সিসিটিভি দেখার পর পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলে চোখ রেখে গাড়ি চালানোর জেরেই ঘটে ঘটনাটি। গুলাম যে চাকার তলায় চলে যাচ্ছে। সে যে গাড়ির সামনেই রয়ে গিয়েছিল তা বুঝতে পারেনি কাকা। তদন্ত চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *