National

মাটিকাটার সময় মাটিতেই চাপা পড়ে মৃত ১০

মাটিকাটার কাজ চলছিল পুরোদমে। যেমন মাটিকাটা হয়। মাটি কেটে কেটে গর্ত তৈরি হয়। আর কাটা মাটি জমা হয় কাটা অংশের চারপাশে। এভাবেই বিরাট অংশ জুড়ে চ্যানেল তৈরির জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এমন সময় আচমকাই তাঁদের ঘাড়ে হড়মুড়িয়ে পড়ে কেটে রাখা মাটির স্তূপ। কাটা অংশের চারপাশ জুড়ে রাখা মাটির স্তূপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু হয়।

মাটি সরিয়ে যখন সকলকে উদ্ধার করা হয় ততক্ষণে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় তেলেঙ্গানার তিলেরু গ্রামের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার পরই কাজ বন্ধ হয়ে যায়। উদ্ধারকার্যের তদারকি করেন উচ্চপদস্থ আধিকারিকরা।

এই ঘটনায় শোকাহত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যেসব শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে যাবতীয় সাহায্য দেওয়ার দিকে নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার সবরকম বন্দোবস্তও করার নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *