National

পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ১

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ১ ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। তাকে জয়সলমীরের সোনু গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম ফাতহ খান। তাকে শনিবার গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি পাক গুপ্তচর বলে সন্দেহ। রাজস্থানের ওই গ্রামে লুকিয়ে সে নিজের কাজ চালাচ্ছিল বলে সন্দেহ করছে পুলিশ।

একদিকে যখন পাক গুপ্তচর সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে, তখনই অন্যদিকে সৌহার্দ্য মূলক আচরণে পিছিয়ে রইল না ভারত। অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়ে পাক প্রধানমন্ত্রী তাকে গুডউইল জেসচার বলে ব্যাখ্যা করেছিলেন। শনিবার পাল্টা ভারতের তরফে গুডউইল জেসচার দেখাল বিএসএফ। পাকিস্তানের সীমানা পার করে ভারতে ঢুকে পড়া এক পাক নাগরিককে ফিরিয়ে দিল তারা।

গত শুক্রবার ওই ব্যক্তি জম্মু কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টর দিয়ে ভারতে ঢুকে পড়েন। তাঁকে তখনই পাকড়াও করে বিএসএফ। শনিবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ মহম্মদ আসরফ নামে ওই ব্যক্তিকে পাক রেঞ্জারদের হাতে তুলে দেয় বিএসএফ। ওই ব্যক্তি ভুলবশতই ভারতে প্রবেশ করেছিলেন বলে মনে করছে বিএসএফ। তাই সৌহার্দ্যের বাতাবরণ রাখতে তাঁকে পাকিস্তানে ফেরত পাঠায় তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *