
কলকাতায় এখন বসন্তের আবেশ। বেলা বাড়লে ঘাম জমছে কপালে। আবার বিকেল নামলে বেশ মন ভাল করা দখিনা বাতাস বইছে। ঠান্ডা বিদায় নিয়েছে। ক্রমশ বাতাসে উত্তাপ বাড়ছে। কিন্তু হিমাচলের ছবিটা একদম অন্যরকম। প্রবল তুষারপাতে হিমাচলের পার্বত্য এলাকা সাদা হয়ে রয়েছে। পুরু বরফে হারিয়েছে বাড়িঘর, রাস্তা, গাছপালা। স্থানীয় মানুষের জন্য ভোগান্তির হলেও কয়েকদিনের জন্য দূর দূর থেকে বরফের টানে হাজির হওয়া পর্যটকদের পোয়াবারো। মানালি, কলপা সহ পার্বত্য এলাকায় গত ২৪ ঘণ্টায় প্রবল তুষারপাত হয়েছে। যা টেনে নামিয়ে দিয়েছে তাপমাত্রার পারদকে। মানালিতে ১১ সেন্টিমিটার পুরু বরফ ছেয়েছে। পারদ নেমেছে মাইনাস ১.৪ ডিগ্রিতে। অন্যদিকে কলপার কনকনানি আরও ভয়ংকর। সেখানে পারদ নেমেছে মাইনাস ২.৪ ডিগ্রিতে। কেলং-এ আবার পারদ নেমেছে মাইনাস ৬.৮ ডিগ্রিতে।

নতুন করে বরফ পড়ায় মানালি সহ বিভিন্ন উঁচু এলাকায় বেড়াতে আসা পর্যটকরা বেজায় খুশি। বরফ নিয়ে খেলায় মেতেছেন তাঁরা। তুষারপাতের সময় ঘরে বসেই জানালার বাইরে ঝুর ঝুর করে বরফের ধারাপাত দেখে চোখ সার্থক করছেন সকলে। প্রকৃতিকে এমন করে কাছে পাওয়ার সুযোগ শহরে কোথায়!

সিমলায় অবশ্য বরফ পড়েনি। এখানে হয়েছে প্রবল বৃষ্টি। পারদ এখানে ৪.২ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। কুলু জেলার ভুন্তার এলাকায় বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া ধরমশালা সহ সমতলের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)