National

সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা, স্তব্ধ তাজের শহর

জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে সিআরপিএফ কনভয় আসার সময় তাতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গি হামলায় রাগ কমছে না দেশবাসীর। ৪৯ জওয়ানের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। প্রতিবাদে জম্মু কাশ্মীরেই পথে নামেন বহু মানুষ। বিভিন্ন রাজ্যে বার হচ্ছে মোমবাতি মিছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের যাবতীয় রাগ, অভিমান উগরে দিচ্ছেন সকলে। এমনই রাগ উগরে দিল তাজমহলের শহর আগ্রার ব্যবসায়ী মহল।


National News
আগ্রায় শহিদ কৌশল কুমার রাওয়াতের শোকবিহ্বল পরিজনরা, ছবি – আইএএনএস

শনিবার সকাল থেকেই আগ্রার অধিকাংশ দোকানপাট বন্ধ। কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও কাজ হচ্ছে না। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদেই এই বন্‌ধ পালন করছেন তাঁরা। সকালে অনেক জায়গায় মানুষ জড়ো হয়ে এই হামলার বিরুদ্ধে সুর চড়ান। পাকিস্তানের কুশপুতুল ও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। বন্‌ধের জেরে প্রায় স্তব্ধ আগ্রা শহর।

National News
সিআরপিএফ কনভয়ে হামলার প্রতিবাদে ইমরান খান ও মাসুদ আজহারের ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন, ছবি – আইএএনএস

১৯৮৯ সাল থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অব্যাহত। তবে এতদিনে কখনও এতবড় মাপের হামলা চালাতে পারেনি সন্ত্রাসবাদীরা। পুলওয়ামায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ংকর জঙ্গিহানার ঘটনা ঘটাল তারা। যার জেরে গোটা দেশ রাগে ফুঁসছে।



(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button