Entertainment

শহিদ পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দিচ্ছেন অমিতাভ বচ্চন

পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের প্রতি পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। এই টাকা প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া নিশ্চিত। তবে কীভাবে তা তুলে দেওয়া হবে তা এখনও স্থির হয়নি। বিভিন্ন রাজ্যের শহিদ জওয়ান রয়েছেন। ফলে এই সাহায্য অর্থ সরকারের মাধ্যমে দেওয়া হবে, নাকি এর অন্য পথ রয়েছে তা খতিয়ে দেখছেন বিগ বি। তারপর এই টাকা শহিদ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে।


Indian Army
সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানায় শহিদ বিহারের জওয়ান সঞ্জয় কুমার সিনহা, ছবি – আইএএনএস

পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদদের জন্য বিভিন্ন রাজ্য সরকার অর্থ সাহায্য ঘোষণা করেছে। অনেক রাজ্য সরকার তার রাজ্যের মৃত শহিদদের জন্য আলাদা করে অর্থ সাহায্য ঘোষণা করেছে। এছাড়া শহিদদের পরিবারের একজনকে চাকরির সুযোগের কথা ঘোষণা হচ্ছে। ফলে অর্থ সাহায্য থেকে অন্যান্য সুবিধার ঘোষণা পরপর শোনা যাচ্ছে। তবে এরমধ্যেই ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার কথা এই প্রথম ঘোষণা করলেন অমিতাভ বচ্চনই।

Indian Army
জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ঘটনাস্থলে সেনা, ছবি – আইএএনএস

১৯৮৯ সাল থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অব্যাহত। তবে এতদিনে কখনও এতবড় মাপের হামলা চালাতে পারেনি সন্ত্রাসবাদীরা। পুলওয়ামায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ংকর জঙ্গিহানার ঘটনা ঘটাল তারা। যার জেরে গোটা দেশ রাগে ফুঁসছে। এদিকে শনিবার বিভিন্ন রাজ্যে রাজ্যে পৌঁছে যাচ্ছে শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ। উঠছে কান্নার রোল। পরিবারের সেই বুকফাটা কান্না ভারতবাসীর রক্ত যেন আরও উত্তপ্ত করে তুলছে।



(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button