National

হাসপাতালে বিধ্বংসী আগুন, কাচ ভেঙে উদ্ধার

আগুন জ্বলছে হাসপাতালে। লিফট চলছে না। চারদিক ধোঁয়ায় ভরে গেছে। এমন পরিস্থিতি যে সিঁড়ি দিয়েও উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। কালো ধোঁয়ায় ভরে গেছে সিঁড়ি। অগত্যা হাসপাতালের কাচের জানালা ভেঙে সেখান দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। একদিকে চলে আগুন নেভানোর লড়াই। অন্যদিকে আটকা পড়া সকলকে বার করে আনা।

Fire
প্রতীকী ছবি

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নয়ডার সেক্টর ১২-র মেট্রো হাসপাতাল ও হার্ট ইন্সটিটিউটের তিনতলায় আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়াতে থাকে। আগুন লাগার খবর পেয়ে প্রথমেই রোগীদের বার করে আনার কাজ শুরু হয়। তাঁদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। তাঁদের দ্রুত সেক্টর ১১-র একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Fire
প্রতীকী ছবি

দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই শুরু করে। আটকা পড়া রোগী ও হাসপাতালের ডাক্তার, কর্মী ও রোগীর পরিবারের লোকজনকে বার করে আনাও শুরু হয়। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। কোনও হতাহতের খবর নেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *