National

নতুন সিবিআই প্রধান হলেন ঋষি কুমার শুক্লা

সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে অপসারিত করার পর তাঁর পদ সামলাচ্ছিলেন এম নাগেশ্বর রাও। অন্তর্বর্তী সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব সামলে আসার পর সোমবার তিনি কাজ বুঝিয়ে দিলেন সিবিআইয়ের নতুন প্রধান ঋষি কুমার শুক্লা-কে। সিবিআইয়ের নতুন প্রধান হলেন ঋষি কুমার।

কলকাতায় রবিবার সন্ধেয় সিবিআই আধিকারিক ও কলকাতা পুলিশের মধ্যে বেনজির ধস্তাধস্তি হয়। যাকে বেনজির বলে এদিন ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে ঢোকার চেষ্টা করার সময় সিবিআইয়ের পথ আটকায় কলকাতা পুলিশ। পরে সিবিআই আধিকারিকদের আটকও করা হয়।

সেই ঘটনা গোটা দেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ধর্নায়। এই অবস্থায় সোমবার সিবিআইয়ের প্রধান পদের দায়িত্ব কাঁধে তুলে নিলেন ঋষি কুমার শুক্লা। ৫৯ বছরের ঋষি কুমার শুক্লা মধ্যপ্রদেশ থেকে ১৯৮৩ সালের আইপিএস। শোনা যাচ্ছে কলকাতার ঘটনার প্রেক্ষিতে দায়িত্বভার গ্রহণের পর প্রথমে কলকাতায় আসবেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button