২ সিংহের মারণ হামলা, থেঁতলে মৃত যুবক

২ সিংহের হামলায় মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালি জেলার ছাতবির চিড়িয়াখানায়। এখানকার লায়ন সাফারির আকর্ষণ সকলের জানা। প্রায় প্রতিদিনই ভিড় হয় এইখানে লায়ন সাফারি করতে। আর সপ্তাহান্তে তো ভিড় উপচে পড়ে।
গত রবিবার সেখানেই পর্যটকদের নিয়ে সাফারিতে বার হয়েছিল একটি বাস। চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই বাস যখন অরণ্যের মধ্যে ঘুরছে তখন চালকের নজরে পড়ে এক যুবকের দেহ। ১২ ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় কীভাবে ওই যুবক ঢুকে পড়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে ওই যুবককে শিল্পা ও যুবরাজ নামে ২টি সিংহ আক্রমণ করে। তারপর তাঁকে থেঁতলে মারে। কিন্তু ১২ ফুটের দেওয়ার টপকে কেনই বা ওই যুবক ভিতরে ঢুকেছিলেন? তাও অজানা। তদন্ত চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)