National

ব্যাঙ্ক আধিকারিককে অপহরণ করে গুলি করে হত্যা

ব্যাঙ্ক আধিকারিক পিন্টু সিংকে গত শুক্রবার রাত ১১টা নাগাদ অপহরণ করে দুষ্কৃতিরা। বিহারের গয়া জেলার এমাস এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। পুলিশের দাবি, এরপর রাত ২টো নাগাদ তাঁকে মাথায় গুলি করে হত্যা করা হয়। তাঁর মাথায় গুলির গভীর ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। পিন্টু সিং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিক ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীরা জিটি রোড অবরোধ করেন।

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এক ব্যবসায়ী ও এক ব্যাঙ্ক কর্মীকে এভাবে হত্যার ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রসঙ্গত ২ দিন আগেই বিশিষ্ট ব্যবসায়ী গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে কারখানা যাওয়ার পথে হীরাপুরে রাস্তার ওপর গুলি করে হত্যা করা হয়। তাঁর গাড়ি ঘিরে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুঞ্জনের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *