National

তেলেঙ্গানায় টিআরএস ঝড়, চন্দ্রশেখরের অ্যাম্বাসেডরেই সওয়ার রাজ্যবাসী

দেশের সবচেয়ে নবীন প্রদেশ তেলেঙ্গানা। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি সেখানে সরকার গড়ে। এদিন সেই রাজ্যের কার্যত প্রথম সম্পূর্ণ বিধানসভা নির্বাচনে সেই টিআরএস ম্যাজিক দেখাল। মোট আসনের ৭৫ শতাংশই দখলে নিল তারা। অন্যদিকে কংগ্রেস অনেক আশা করে তেলেগু দেশম পার্টি সহ ৪টি দলকে নিয়ে জোট গড়লেও সেই জোট মুখ থুবড়ে পড়েছে। তেলেঙ্গানার মানুষের অধিকাংশের ভোটই গিয়ে পড়েছে অ্যাম্বাসেডর গাড়িতে।

তেলেঙ্গানায় নির্বাচনের আগে পিপলস ফ্রন্ট গড়ে টিআরএস-কে ধাক্কা দেওয়ার তোড়জোড় করেছিল কংগ্রেস। কিন্তু সেই জোটকে এদিন কার্যত অস্বীকার করেছেন সেখানকার সাধারণ মানুষ। এদিন সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ট্রেন্ড পরিস্কার হয়ে যায়। তেলেঙ্গানায় প্রায় বাধাহীনভাবেই জয়ী হতে থাকে গোলাপি শিবির। উড়তে থাকে গোলাপি আবির। এখানে কোনও সময়েই কোনও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়নি। বরং সময় যত এগিয়েছে ততই আসন সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থেকেছে টিআরএসের। অন্যদিকে হারতে থেকেছেন কংগ্রেসের তাবড় নেতারা। ১১৯ আসনের তেলেঙ্গানায় টিআরএসের ঝুলিতেই গেছে ৮৫টি আসন। কংগ্রেস জোট জিতে নিয়েছে ২৩টি আসন। যারমধ্যে টিডিপি-র রয়েছে ২টি আসন। বাকিটা কংগ্রেসের। বিজেপি জিতেছে ৩টি আসন। তাদের ২টি আসন হাতছাড়া হয়েছে। অন্য দলগুলি মিলিয়ে পেয়েছে ৮টি আসন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *