National

হাতিদের জন্য আলাদা হাসপাতাল, ভারতে প্রথম

হাতিরা অসুস্থ হতেই পারে। তাদের চিকিৎসারও প্রয়োজন আছে। সেকথা মাথায় রেখে এবার হাতিদের জন্য আলাদা হাসপাতাল খুলল ভারতে। ভারতে এই প্রথম হাতিদের জন্য হাসপাতাল খোলা হল। শুক্রবার হাসপাতালটির দ্বারোদঘাটন হয় মথুরার কাছে চুরমুরা গ্রামে। এই হাসপাতালে হাতিদের জন্য থাকছে ডিজিটাল এক্স-রে, লেজার চিকিৎসা, ডেন্টাল এক্স-রে, থার্মাল ইমেজিং, আলট্রাসোনোগ্রাফি, হাইড্রোথেরাপি-র সুবিধা।

চুরমুরা গ্রামের কাছেই রয়েছে হাতিদের জন্য একটি কনজারভেশন ও কেয়ার সেন্টার। সেখানে অসুস্থ হাতিদের আনা হয়। দেখভাল করা হয়। কিন্তু হাতিদের জন্য উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য যে হাসপাতাল দরকার তা এতদিন ভারতে ছিলনা। সেটা এবার তৈরি হল। এখানে হাতিদের রেখে চিকিৎসার জন্য আলাদা ঘোরা জায়গারও বন্দোবস্ত রয়েছে। ফলে এবার হাতিদের জ্বরজ্বালা থেকে শুরু করে বড় ধরণের কোনও অসুস্থতা অনেকটাই নিরাময় হতে পারবে বেল মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *