National

পাক সেনার বেপরোয়া গুলিবর্ষণে মৃত নিরীহ শিশু

ভারত-পাক সীমান্তে পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত। ভাইফোঁটার দিনে তাদের গুলি ও মর্টার হানায় মৃত্যু হল ৮ জনের। যারমধ্যে ১ জন তরুণী ও ২ শিশু রয়েছে। এদিন সকালে যখন দেশ জুড়ে ঘরে ঘরে শাঁখের আওয়াজ, উলু ধ্বনিতে উৎসবের আবহ, তখন জম্মু কাশ্মীরের সাম্বা, রামগড়, অরনিয়া, নৌসেরা, বান্দিপোরা, পুঞ্চ সেক্টরে পাক সেনার লাগাতার গুলি ও মর্টার বর্ষণে বাঁচার লড়াই চালাচ্ছিলেন গ্রামবাসীরা।

কখন কোন দিক থেকে যে সীমানা পারের গুলি, মর্টার ছুটে আসবে সেই আতঙ্কেই সিঁটিয়ে ছিলেন তাঁরা। কখনও মর্টারের সেল মাটির বাড়ির দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ছে ঘরে। কখনও ছুটে আসা বুলেট এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে শিশুর দেহ। সীমান্ত পার করে জঙ্গিরা যাতে নির্বিঘ্নে ভারতে প্রবেশ করতে পারে সেজন্য প্রতিদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। লুকিয়ে জঙ্গিদের প্রবেশ করার চেষ্টাও ধরা পড়েছে সেনার গোপন ক্যামেরায়। এদিকে পাক গুলিবর্ষণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *