National

৩ প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর ট্যুইট করলেন রামগোপাল

পিছনের সিটে বসারা সবসময়েই খারাপ, সে স্কুলই হোক বা পার্লামেন্ট, জানিনা এরা কারা, তবে এঁরা সামনে বসা অত্যন্ত সম্ভ্রান্ত এক মহিলাকে নিয়ে অশ্লীল হাসিঠাট্টা করছেন, যা ভারতীয় পুরুষদের মহিলাদের প্রতি অশ্রদ্ধার মনোভাবের প্রতিফলন। সোমবার ঠিক এই ভাষায় একের পর এক ট্যুইট করে বিতর্কে জড়ালেন চিত্র পরিচালক রামগোপাল বর্মা। যে ছবিকে সামনে রেখে তাঁর এইসব মন্তব্য সেটাও ট্যুইট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে দেশের ৩ প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী ও পিভি নরসিমা রাও নিজেদের মধ্যে হাসিমস্করায় ব্যস্ত। আর তাঁদের সামনে সিটে বসে আছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

ইতিমধ্যেই এভাবে ৩ প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করার জন্য সমালোচনার মুখে পড়েছেন রামগোপাল। তবে অনেকের মতে, এটা আসলে প্রচারে থাকার কৌশল। সামনেই তাঁর ‘সরকার ৩’ রিলিজ হতে চলেছে। তাই খবরে থাকতে চাইছেন রামগোপাল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *