National
জঙ্গিদের গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

হেলিপ্যাডে চপার নামতেই আচমকা ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে থাকে তাঁর দিকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে সুরক্ষিত রাখতে পারলেও গুলিতে রক্তাক্ত হন মণিপুর রাইফেলসের ২ জওয়ান। সোমবার সকালে ইম্ফল থেকে হেলিকপ্টারে উখরুল হেলিপ্যাডে নামে মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের চপার।
হাসপাতাল উদ্বোধন সহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সঙ্গে এসেছিলেন উপ-মুখ্যমন্ত্রী গইখানগম। কিন্তু হেলিপ্যাডে চপার নামতেই গুলির ঝাঁক তাঁকে ফের ইম্ফলে ফিরে আসতে বাধ্য করে। পুলিশের ধারণা এই ঘটনার পিছনে এনএসসিএন(আই-এম) নামে নাগা জঙ্গি সংগঠন জড়িত। আততায়ীদের খোঁজে দ্রুত এলাকা জুড়ে অপারেশন শুরু করে পুলিশ।