National

ধসের নিচে কাঁচা বাড়ি, চাপা পড়ে মৃত ৫

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের একটা বড় অংশ। প্রবল বৃষ্টির জেরে নদীগুলি ফুঁসছে। নামছে ধস। এমনই এক ধস কেড়ে নিল ৫টি জীবন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের ডোডা জেলায়। এখানেই পাহাড়ের কোলে ভাতোলি গ্রাম। সেখানেই এদিন একটি মাটির বাড়ির ওপর ধস নামে বলে খবর। ধসে চাপা পড়ে যান একই পরিবারের ৫ জন। সকলেরই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩টি বালকও রয়েছে। জেলা প্রশাসনের তরফে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয় পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের কাথুয়া জেলার বিভিন্ন অংশ। সেখানে হড়কা বানে যেকোনও মুহুর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে প্রায় ৩০ জনকে সোমবারই হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে সেনা। এছাড়া হিমাচলের কুলু থেকেও বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সেনা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *