National

স্কুলের বাথরুম থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ

Published by
News Desk

গত বছর দিল্লির কাছে গুরুগ্রামের একটি স্কুলের বাথরুমের সামনে থেকে উদ্ধার হয় ৭ বছর বয়সী এক ছাত্রের দেহ। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের হত্যাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় হয়। ফের প্রায় তেমনই একটি ঘটনা ঘটল গুজরাটের ভদোদরায়। এখানকার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের দেহ মিলল বাথরুম থেকে। শুক্রবার বেলার দিকে ওই ছাত্রের রক্তাক্ত দেহ স্কুলের বাথরুমে পড়ে থাকতে দেখে কয়েকজন। তার পেটে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

১৪ বছরের ওই কিশোরের দেহ বাথরুমে পড়ে থাকতে দেখার পরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উদ্বিগ্ন অবস্থায় স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। ছাত্রের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk