National

সাতসকালে শ্যুটআউট, গ্যাংস্টার ও ৩ সাগরেদকে গুলি করে মারল পুলিশ

একাধিক খুন ও ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলা ঝুলছিল তাদের ওপর। গ্যাংস্টার হিসাবে পরিচিত রাজেশ ভারতী আবার হরিয়ানা জেল থেকে পালানো অপরাধী। তার খবর দিতে পারল ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এমনই এক বেপরোয়া ভয়ংকর গ্যাংস্টারকে ধরতে বেশ কিছুদিন ধরেই পুলিশ জাল বুনছিল। দিল্লি পুলিশ জানাচ্ছে, রাজেশ ভারতী গ্যাংয়ের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। শনিবার সকালে তার ৩ সাগরেদকে নিয়ে যখন রাজেশ ভারতী দক্ষিণ দিল্লির ছত্তরপুর এলাকার একটি ফার্মহাউসে লুকিয়ে ছিল, তখন গোটা ফার্ম হাউসটি ঘিরে ফেলে পুলিশ।

পালাবার পথ নেই বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে রাজেশ ভারতী গ্যাং। পাল্টা গুলি চালায় পুলিশ। সাতসকালে শুরু হয় দু’পক্ষে গোলাগুলি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবশেষে রাজেশ ভারতী সহ ৪ কুখ্যাত অপরাধীই পুলিশের গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়ে। অন্যদিকে পুলিশেরও বেশ কয়েকজন আহত হন। রাজেশ ভারতী সহ ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। কুখ্যাত ৪ অপরাধীকে এভাবে শায়েস্তা করাকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসাবেই দেখছেন সকলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *