National

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


আফগানিস্তানের বিস্তীর্ণ অংশে বুধবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়। তার জেরেই এদিন কেঁপে উঠল দিল্লি সহ আশপাশের অঞ্চল। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীর উপত্যকাতেও। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। দিল্লি, কাশ্মীর তো বটেই, সেইসঙ্গে উত্তর ভারতের অনেক জায়গায় হাল্কা কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে পাঞ্জাব, হরিয়ানাতেও।


ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্ত। আফগানিস্তানে কম্পনের মাত্রা ছিল ৬.২। সেই কম্পনের প্রভাব এসে পড়ে ভারতের উত্তরাংশে। ভারত, আফগানিস্তান ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান ও তাজিকিস্তানে।


বুধবার বিকেল সওয়া ৪টে নাগাদ ভারতে কম্পন অনুভূত হয়। বাড়িঘর কেঁপে উঠতেই মানুষজন আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অফিস ছেড়ে যত দ্রুত সম্ভব রাস্তায় খোলা জায়গায় নেমে আসেন সকলে। দীর্ঘক্ষণ রাস্তাতেই কাটান আতঙ্কিত মানুষজন। তবে ভারতে কম্পন অনুভূত হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *