National

জলের তলায় ৫ রাজ্য, মৃত ৪১

বন্যায় বিপর্যস্ত উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও রাজস্থানের অবস্থা সবচেয়ে শোচনীয়। অধিকাংশ এলাকাই জলের তলায় চলে গেছে। প্রায় সব নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিহার, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে গঙ্গা ভয়ংকর চেহারা নিয়েছে। কূল ছাপিয়ে ফুঁসছে গঙ্গার উপনদীগুলিও। বিহারের অবস্থা এতটাই শোচনীয় যে এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের পাটনা, বৈশালী, বক্সার, ভাগলপুর, কাটিহার, বেগুসরাই, মুঙ্গের, সরণ, ভোজপুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে গেছে। শোচনীয় পরিস্থিতি উত্তরপ্রদেশেরও। উত্তরপ্রদেশ ও বিহারে উদ্ধারকাজে এনডিআরএফকে কাজে লাগান হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের মোট ৪০টি জেলা বন্যা কবলিত। এই ৩ রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ৪১ ছুঁয়েছে। যারমধ্যে মধ্যপ্রদেশে ১৭ জন, বিহারের ১৪ জন ও উত্তরপ্রদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষকে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার করেছে এনডিআরএফ। লক্ষাধিক মানুষ বন্যা কবলিত। ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পরিস্কার নয়। বন্যায় বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। ৫ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের তরফ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *