National

যেসব মেয়েরা জিনস পরেন তাঁদের সমকামী সন্তান হয় : কেরালার অধ্যাপক

যেসব মেয়েরা ছেলেদের মত পোশাক পরেন, তাঁদের সন্তান হলে তারা সমকামী হবে। যেসব মেয়েরা জিনস পরেন তাঁদের সন্তান অটিস্টিক হবে। আর যেসব পুরুষ তাঁদের পুরুষত্ব ও নারীরা নারীসুলভ আচরণ জলাঞ্জলি দেন তাঁদের ঘরে যে কন্যাসন্তানের জন্ম হয় সে পুরুষসুলভ হয়। পরবর্তীকালে সেই কন্যা যে সন্তানের জন্ম দেয় সে সমকামী হয়। কেবলমাত্র নারী ও পুরুষের মত করেই পোশাক পরা ও জীবনধারণে অভ্যস্ত পিতা-মাতার সুসন্তান হতে পারে। একের পর এক এমন আজব তত্ত্ব সামনে এনে হৈচৈ ফেলে দিলেন কেরালার এক অধ্যাপক! একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও কেরালার শ্রী শঙ্করা কলেজের বোটানির অধ্যাপক রঞ্জিত কুমারের এহেন মন্তব্যে হতবাক গোটা দেশ।

একটি টিভি শোতে এমনই দাবি করে আপাতত কেরালা তো বটেই এমনকি ভারত জুড়েই আলোচ্য বিষয় হয়ে উঠেছেন তিনি। তবে এ তত্ত্ব সামনে আনার পর কেরালা সরকার তাদের যাবতীয় সরকারি অনুষ্ঠানে রঞ্জিত কুমারের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হবে না। পাশাপাশি তাঁর বক্তব্যকে মর্যাদাহানিকর বলে ব্যাখ্যা করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

One Comment

  1. Comments of Ranjit Kumar proves evaluation procedure of indian education system needs drastic change.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *