বালি মাফিয়াদের ওপর অনুসন্ধানী সাংবাদিককে পিষে দিল ট্রাক

বালি মাফিয়াদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতা চালাচ্ছিলেন সন্দীপ শর্মা। বছর ৩৫-ওর ওই তরুণ সাংবাদিক স্টিং অপারেশন চালাচ্ছিলেন বেআইনি বালি খাদানের ওপর। সেই সন্দীপ শর্মার রহস্যজনক মৃত্যু হল প্রকাশ্য রাজপথে। মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় বাইকে চড়ে যাওয়া সন্দীপকে মাঝ রাস্তা থেকে সরে এসে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। তারপর পিষে দিয়ে চম্পট দিল। সেই ভয়ংকর ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। থানার খুব কাছেই ঘটা এই ঘটনার পর দ্রুত সেখানে হাজির হয়ে ওই সংবাদিকাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সাধারণভাবে দেখতে একটা পথ দুর্ঘটনা হলেও এর পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের ধারণা বালি মাফিয়াদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতার মাশুল গুনতে হয়েছে সন্দীপ শর্মাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।