National

ভিভান্ডিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত ৪


ফের বাড়ি ধসে পড়ল থানের ভিভান্ডি এলাকায়। রবিবার সকালে এখানে খাদান রোডের তেকাদি অঞ্চলে দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৪ জনের। ৮ জনকে টেনে বার পরে হাসপাতালে পাঠান হয়। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান আরও ৭-৮ জন। ধ্বংসস্তূপের তলা থেকে তাঁদের উদ্ধারে হাত লাগান ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। স্থানীয় পুরসভা জানিয়েছে, বাড়িটিকে অনেকদিন আগেই অতি আশঙ্কাজনক বলে চিহ্নিত করেছিল তারা। তারপরও সেখানে লোকজন থাকার চেষ্টা করছিলেন। ৩৫ বছরের পুরানো বাড়িটিতে ৮টি পরিবারের বসবাস ছিল। তারমধ্যে পুরসভার তরফে বাড়ি ফাঁকা করে দেওয়ার নোটিস পাওয়ার পর ২টি পরিবার চলে যায়। কিন্তু বাকি ৬টি পরিবার উঠছি উঠবো করে থেকে গিয়েছিল। এদিন তাঁরাই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। গত সপ্তাহেও এখানে প্রবল বর্ষণের কারণে অন্য একটি বাড়ি ভেঙে পড়েছিল।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *