Entertainment

চলচ্চিত্রে জাতীয় পুরস্কার, সেরা অভিনেতা ঋদ্ধি সেন

৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তালিকায় ২০১৭-য় সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঋদ্ধি। সেরা অভিনেতা ছাড়াও নগরকীর্তন আরও ৩টি জাতীয় পুরস্কার পেয়েছে। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য স্বীকৃতি পেয়েছে ‘নগরকীর্তন’।

সেরা আঞ্চলিক ছবির বিভাগে শ্রেষ্ঠ বাংলা ছবির সম্মান ছিনিয়ে নিয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। অর্থাৎ সর্বমোট ৫টি পুরস্কার ঝুলিতে পুরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফের বাংলার নাম উজ্জ্বল করল বাংলা সিনেমা জগত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এছাড়া নন ফিচার ক্যাটেগরিতে প্রত্যক্ষভাবে না হলেও বাঙালির অবদান অস্বীকার করার উপায় নেই। সেরা অ্যাডভেঞ্চার ফিল্মের পুরস্কার এবারে জিতেছে ‘লাদাখ চলে রিকশাওয়ালে’ ছবিটি‌। অদম্য ভ্রমণ পিপাসার নেশায় নিজের রিকশা নিয়েই সুদূর লাদাখ পাড়ি দিয়েছিলেন একজন বাঙালি রিকশাচালক। তাঁর সেই দুরূহ যাত্রার রোমাঞ্চকর গল্পের আধারে নির্মিত এই সিনেমাটি জয় করে নিয়েছে জুরিদের মন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *