Entertainment

হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁকে চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর বলিউডের অনেকে নাসিরুদ্দিন শাহর সুস্থতা কামনা করেছেন।

বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। ২ দিন আগে তিনি বাড়িতে অসুস্থ বোধ করেন। তাঁর ফুসফুসে একটি প্যাচও ধরা পড়ে। তারপরই তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরুদ্দিন শাহর ফুসফুসে প্যাচ রয়েছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখেছেন।

নাসিরুদ্দিন শাহর ম্যানেজার একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ২ দিন আগে নাসিরুদ্দিন শাহর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাঁকে তখনই হাসপাতালে ভর্তি করার দরকার ছিল। আপাতত মুম্বইয়ের হাসপাতালেই চিকিৎসারত তিনি।

নাসিরুদ্দিন শাহর বয়স হয়েছে ৭০ বছর। গত বছর তাঁর অসুস্থতা নিয়ে কিছু গুজব তৈরি হয়েছিল। সে সময় তাঁর ছেলে তা খণ্ডন করে জানান তাঁর বাবা ভাল আছেন। এবার নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তির কথা জানালেন তাঁর ম্যানেজার।

মঞ্চে দাপিয়ে অভিনয় করা নাসিরুদ্দিন চলচ্চিত্র জগতেও তাঁর আলাদা ছাপ রেখেছেন। একাধারে সমান্তরাল সিনেমা ও মূলধারার সিনেমায় তিনি সমান তালে কাজ করেছেন। এখনও করে চলেছেন। তাঁর অভিনয় প্রতিভা বারবার মানুষকে নাড়া দিয়েছে। হালের ওটিটি প্ল্যাটফর্মেও তিনি সফল।

মঞ্চ হোক বা ক্যামেরার সামনে, সর্বত্রই তিনি নিজেকে শুধু মানিয়েই নেননি, নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। ভারত সরকার তাঁকে তাঁর অভিনয়ের জন্য পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে।

দেশবিদেশের নানা সম্মান পেয়েছেন নাসিরুদ্দিন। তাঁর একটি সিনেমা ‘মারীচ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More