National

অবিশ্বাস্য কাণ্ড, একটি গাছেই ফলল ১২১ রকমের আম

একটিই আম গাছ। তাতে এক ধরনের আমই ফলার কথা। কিন্তু সেই গাছেই কিনা ফলল ১২১ রকমের আম। যা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে।

আম গাছে আমই ফলবে সেটাই স্বাভাবিক। কিন্তু একই গাছে আম আর আপেল একসঙ্গে ফলিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছেন এক কৃষক।

এবার আরও এক চমক সামনে এল। একটি গাছেই ফলল ১২১ রকমের আম। যার মধ্যে একটি মালদার আমও রয়েছে। কিন্তু একটি গাছে তো সেটি যে প্রকার আমের গাছ সেই প্রকারের আমই হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তা যদি হিমসাগর আমের গাছ হয় তাহলে তাতে তো ল্যাংড়া ফলবে না। কিন্তু সেসব ধারণা ভেঙে তছনছ করে দিয়েছে একটি অবাক গাছ।

যে গাছের ডালে ডালে নজর করলে দেখা যাচ্ছে একদম ভিন্ন চেহারার আম। পেড়ে স্বাদ নিলে বোঝা যাচ্ছে তার ধরণও আলাদা। পাশাপাশি ডালে ফলছে দশেরি, ল্যাংড়া, আম্রপালি, চৌসা এবং আরও নানা আম।

আলাদা আলাদা গাছের দরকার নেই একটি গাছ থেকেই ইচ্ছে হলে পেড়ে খাওয়া যাবে বোম্বাই আম, আবার পরক্ষণেই ইচ্ছা হলে খাওয়া যাবে মালদার আম অথবা লখনউ সফেদা অথবা রাতাউল অথবা রামকেলা অথবা এমন নানা ধরনের আম।

একটি দেশি আম গাছে এমন ১২১ ধরনের আম গাছের ডাল এনে রোপণ করে এই গাছ বানানো হয়েছে। তবে পরিচর্যা লেগেছে।

একজনকে সর্বক্ষণ এই গাছের দিকে নজর রাখার জন্য রাখা হয়েছে। তিনি গাছের দেখভাল করেন। তবে একটি গাছে ১২১ রকম আম কিন্তু দেশে হৈচৈ ফেলে দিয়েছে।

উত্তরপ্রদেশের সাহারানপুরের কোম্পানি বাগ এলাকার অবিশ্বাস্য এই আম গাছ এখন এক দ্রষ্টব্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More