SciTech

বৃহস্পতির চাঁদে লেখা থাকবে আপনার নাম, সুযোগ দিচ্ছে নাসা

বৃহস্পতি গ্রহ যেমন সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ, তেমনই তার অনেক উপগ্রহ রয়েছে। তেমনই একটি চাঁদ হল ইউরোপা। সেই ইউরোপায় লেখা হবে আপনার নামও। সুযোগ দিচ্ছে নাসা।

বৃহস্পতির অনেকগুলি উপগ্রহ। তাদের অন্যতম হল ইউরোপা। সেই উপগ্রহ আবার এখন চর্চার প্রাণকেন্দ্রে। কারণ সেই উপগ্রহে রয়েছে একটি লুকোনো মহাসমুদ্র। যা পৃথিবীর যে কোনও মহাসমুদ্রের চেয়ে অনেক বড়। ওপরে বরফের মোটা চাদর। আর তলায় জল। এভাবেই নাকি রয়েছে ইউরোপার একটা বড় অংশ।

তাই সেখানে প্রাণের অস্তিত্বের খোঁজ জোড়াল হয়েছে। নাসা সেই ইউরোপায় একটি মহাকাশযানও পাঠাতে চলেছে। সেই মহাকাশযানে চেপে সেখানে পাড়ি দিতে পারে আপনার নামও। এই সুযোগের নাম দেওয়া হয়েছে মেসেজ ইন এ বটল। একটি চিপে পৃথিবীর যে কোনও প্রান্তে বসবাসকারী কারও নাম যুক্ত হতে পারে।


ইতিমধ্যেই নাকি ৭ লক্ষ পার করেছে নামের সংখ্যা। মঙ্গলগ্রহও পার করে কারও নামকে যে আরও দূরে পৌঁছে দেওয়া যায় তা এবার বাস্তব করে দেখাল নাসা। ফলে উৎসাহের অন্ত নেই।

বহু মানুষ নাম নথিভুক্ত করছেন। আর নাম দিলেই তাঁর নাম উঠে যাচ্ছে সেই চিপে। যা পাড়ি দেবে ইউরোপায়। ২.৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপায় পৌঁছে যাবে যে কারও নাম।


এজন্য কোনও বিশেষ কেউ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষের নাম অনেক নথিভুক্ত হচ্ছে। ২০২৩-এর শেষে এই সুযোগ দেওয়া শেষ করছে নাসা।

ইউরোপা অভিযানের প্রক্রিয়া তারপরও চলতে থাকবে। ২০২৪ সালের অক্টোবরে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় পাড়ি দেবে যানটি। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button