National

গোরক্ষার নামে তাণ্ডব বরদাস্ত না করে কড়া ব্যবস্থা নিন : প্রধানমন্ত্রী

গোরক্ষার নামে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নিন। আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই। কোনও ব্যক্তি বা সংগঠনের এই অধিকার নেই। সংসদের বাদল অধিবেশনের আগে রাজ্য সরকারগুলিকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। সংসদ চালু হলে যে জিএসটি, গোরক্ষার নামে তাণ্ডব সহ বেশ কিছু বিষয়ে সরকারকে বিরোধীদের তোপের মুখে পড়তে হবে তা বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রী। তাই তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। অবশ্য এটা একধরণের রীতিও হয়ে গেছে। এখন সংসদ শুরুর আগে সর্বদল হয়ে থাকে। সেখানেই প্রধানমন্ত্রী গোরক্ষার নামে রাজ্য সরকারগুলির জন্য বার্তা দিলেন। যা পড়ে শোনান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত নাথ।

গোরক্ষার নামে তাণ্ডব নিয়ে যাতে সরকারকে চাপে পড়তে না হয় তাই আগে থেকেই ঘুঁটি সাজিয়ে রাখতেই প্রধানমন্ত্রীর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। নাহলে এতদিন এতকিছু হয়ে গেল, তখন কিছু না বলে ঠিক বাদল অধিবেশনের আগের দিনই প্রধানমন্ত্রীর এই বার্তা দেওয়ার কথা মনে পড়ল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবারের অধিবেশনে লোকসভা, রাজ্যসভা মিলিয়ে ১৬টি বিল পাস করানোর লক্ষ্য রয়েছে সরকারের।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button