World

ইহুদি সাম্রাজ্যে মোদী, ‘আপকা স্বাগত হ্যায় মেরে দোস্ত’, আপ্লুত নেতানিয়াহু

অতিথি আপ্যায়নে ভারতের বিশ্বজোড়া সুনাম আছে। সেই ভারতেরই প্রধানমন্ত্রী আবেগে ভেসে গেলেন ভিনদেশের স্বাগতমে। এর আগে ইহুদি সাম্রাজ্য ইজরায়েলে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্টরা। সেই একই তাক লাগিয়ে দেওয়া অভ্যর্থনা পেলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েলে পা রাখা নরেন্দ্র মোদী। বিমান তেল আভিভ-এর বেন গুরিওঁ বিমানবন্দরের মাটি ছুঁতে লাল কার্পেটে ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েলের মাটিতে পা রাখা নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন তিনি। একবার নয় পরপর ৩ বার একে অপরকে আলিঙ্গন করে খুশি ব্যক্ত করেন। আগে থেকেই অনুশীলন সেরে রেখেছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে ইজরায়েলের প্রধানমন্ত্রী সহাস্যে জানান, ‘আপকা স্বাগত হ্যায় মেরে দোস্ত’। বেঞ্জামিনের মুখে হিন্দি বুলিতে আপ্লুত প্রধানমন্ত্রীও অবশ্য কম যান না! হিব্রু ভাষায় তিনিও জানান সালোম। অর্থাৎ ‘হ্যালো’। দুই রাষ্ট্রনেতাই একে অপরকে ‘আমার বন্ধু’ বলে সম্ভাষণ করেন।

নেতানিয়াহু বলেন, ৭০ বছর ধরে তাঁরা অপেক্ষা করে আছেন। অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর আগমনে আপ্লুত ইজরায়েলি প্রধানমন্ত্রী তাঁকে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা নেতা বলে ব্যাখ্যা করেন। এদিন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনায় নেতানিয়াহু-র সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিল তাঁর পুরো মন্ত্রিসভা। সকলের পরনে ছিল ক্রিম রঙয়ের ব্যান্ড গালা স্যুট। বুক পকেটে গোঁজা ছিল গাঢ় নীল রঙয়ের রুমাল। ৩ দিনের ইজরায়েল সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি, সন্ত্রাসবাদের মোকাবিলা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে এদিন সফরের তাক লাগানো শুরুটা দুই দেশেরই মনে থাকবে বহুদিন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *