World

মার্কিন শিল্পপতিদের সঙ্গে গোলটেবিলে মোদী

২ দিনের সফরে আপাতত মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক। যে বৈঠকে পরমাণু চুক্তি, জাতীয় সুরক্ষা, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। এইচ-১বি ভিসা প্রসঙ্গ বাদ রেখে বাদবাকি অনেক বিষয়ে ট্রাম্প-মোদী বৈঠকের দিকে চেয়ে গোটা বিশ্ব। তার আগে যদিও এদিন নরেন্দ্র মোদী দেখা করলেন মার্কিন মুলুকের সেরা ২১টি শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে। যার মধ্যে ছিলেন গুগলের সুন্দর পিচাই, অ্যাপেলের টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাডোবির শান্তনু নারায়ণ, জনসন এন্ড জনসনের অ্যালেক্স গরস্কি সহ অনেক হুজ হু।

ওয়াশিংটনের হোটেল উইলার্ড ইন্টারকন্টিনেন্টালে এই গোল টেবিল বৈঠকে মোদী শিল্পপতিদের ভারতে লগ্নির আহ্বান জানিয়ে বলেন, এখন সারা বিশ্ব ভারতের দিকে চেয়ে আছে। জিএসটি প্রসঙ্গে মোদী এই কর ব্যবস্থাকে মার্কিন মুলুকে কর ব্যবস্থা নিয়ে পড়াশোনার বিষয় করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও আমেরিকায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *