State

অ্যাক্ট অফ ফ্রড : মোদী

Narendra Modiরাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল-কংগ্রেস-বাম সকলকেই কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারদা থেকে নারদ, উড়ালপুল থেকে সিন্ডিকেট, এক এক করে ইস্যু তুলে তৃণমূলকে এদিন দফায় দফায় খোঁচা দেন মোদী। উড়ালপুল কাণ্ডে তৃণমূল নেত্রী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তরান্বিত করার জায়গায় বামেদের দোষারোপ করতেই ব্যস্ত ছিলেন বলে এদিন উত্তরবঙ্গের বীরপাড়ার সভা থেকে দাবি করেন তিনি। এদিন কটাক্ষের সুরেই মোদী বলেন, সেতুর বরাত বামেরা দিয়েছিল বলে যুক্তি খাড়া করে তৃণমূল নেত্রী উড়ালপুল কাণ্ডে রাজনীতি করছেন। এই সেতুই যদি সম্পূর্ণ হয়ে যেত, তখন তা উদ্বোধনে গিয়ে মমতা বলতেন সেতুটি তাঁর সরকারই জনতার জন্য তৈরি করে দিলেন। তখন কিন্তু বাহবাটা বামেদের কপালে জুটত না বলেই দাবি করেন প্রধানমন্ত্রী। উড়ালপুল কাণ্ডকে অ্যাক্ট অফ ফ্রড বলে ব্যাখ্যা করেন মোদী। শুধু উড়ালপুল নয়, নারদকাণ্ড নিয়েও তৃণমূলকে দুষেছেন প্রধানমন্ত্রী। ক্যামেরার সামনে তৃণমূল নেতাদের ঘুষ নিতে দেখা গেছে বলে দাবি করে মোদী বলেন কাজের বদলে এখন হাত পেতে টাকা চাইছেন তৃণমূল নেতারা। দরিদ্রদের কম দামে চাল দেওয়ার জন্য কেজিতে ২৭ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। কিন্ত রাজ্যে সেই ভর্তুকিযুক্ত চাল গরীবরা পাচ্ছেন না বলে দাবি করেন মোদী। সারদা কাণ্ড নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। এতদিন মোদী-মমতা গোপন আঁতাঁত নিয়ে বিভিন্ন মিটিং, মিছিলে সুর চড়াচ্ছেন বিরোধীরা। এদিন সেই অভিযোগেও ঘুরিয়ে জল ঢালার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি, রাজ্যের উন্নয়ন নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন না। কিন্তু দিল্লি গেলে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার ঠিক সময় বার করে নেন। বীরপাড়া থেকে বিকেলে আসানসোলে আরও একটি সভা করেন মোদী। সেখানে শুরুতেই ভিড় নিয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। সভায় আসা ভিড় মমতা, সনিয়ার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে দাবি করেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে সবসময় লড়াই করতেন। দুর্নীতি দেখলে তাদের সঙ্গ ত্যাগ করতেন। এখন তিনিই সারদা, নারদে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। আসানসোলে এভাবেই মমতাকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেরালায় কুস্তি, বাংলায় দোস্তির উপমা টেনে বাম-কংগ্রেস জোটকে তুলোধোনা করেন তিনি। বীরপাড়ার ভাষণে আগাগোড়া তৃণমূলকে আক্রমণ করেন মোদী। সে তুলনায় সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য ছিল নামমাত্রই। কিন্তু আসানসোলের সভায় বাম-কংগ্রেস জোটকেও সমানভাবে আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *