Entertainment

কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাটি এখন ভারতের অন্যতম চর্চার বিষয়। যা একাধিক রাজ্যে করমুক্ত সিনেমার তকমা পেয়েছে। এবার সিনেমাটি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাটি যেমন এখন বক্স অফিসে সফল। বহু রাজ্যে রাজ্যসরকার উদ্যোগী হয়ে এটিকে করমুক্ত সিনেমার তকমা দিয়েছে। এমনকি মধ্যপ্রদেশে তো পুলিশকর্মীদের সিনেমাটি দেখার জন্য ছুটিও দেওয়া হচ্ছে।

এবার সেই সিনেমা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্যা কাশ্মীর ফাইলস-এর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, এ ধরনের ছবি আগামীদিনে আরও তৈরি হওয়া উচিত। এতে মানুষ সত্যটা জানতে পারবেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দ্যা কাশ্মীর ফাইলস নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বহুদিন ধরে আমাদের দেশে সত্যকে গোপন করার চেষ্টা চলছে। দ্যা কাশ্মীর ফাইলস-এর মত ছবি সত্যকে গোপনীয়তা থেকে উদ্ধার করেছে।

বিজেপির সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় সাংসদদের দ্যা কাশ্মীর ফাইলস ছবিটি দেখবার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী একথাও বলেছেন, যাঁরা স্বাধীনতার ধ্বজাধারী এঁদের অনেকেই সত্যকে গোপন করতে চাইছেন। আর তা পুরোপুরি বেঠিক কাজ।

দ্যা কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। যাঁরা দ্যা কাশ্মীর ফাইলস ছবির বিরোধিতা করছেন, তাঁরা ছবিটির মর্ম না বুঝেই মানুষজনকে ছবিটি দেখতে বাধা দিচ্ছেন বলে দাবি তাঁর।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধীপক্ষ কী প্রতিক্রিয়া জানায় এখন তা দেখার। ভারতীয় রাজনীতিতে বরাবরের সঙ্গী বিতর্ক। তবে সিনেমাকে নিয়ে বিতর্কে প্রধানমন্ত্রীর তরফে প্রতিক্রিয়া জানানোটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *