National

অন্য রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাদন হাতে অংশ নিলেন কীর্তনে

নিজে বাজালেন বাদ্য। অংশ নিলেন কীর্তনে। এমন রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় একটা দেখা যায়না। সে ভিডিও নিজেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে একদম অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেঝেতে পাতা কার্পেটে বসে পড়লেন তিনি। হাতে তুলে নিলেন বাদ্য। গুরু রবিদাস জয়ন্তীতে গুরু রবিদাসের ভক্তদের সঙ্গে অংশ নিলেন কীর্তনে।

গানের তালে তালে বাজালেন হাতে থাকা বাদ্য। আর সেই ভিডিও তিনি নিজেই আপলোড করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এমন রূপে প্রধানমন্ত্রীকে বড় একটা দেখা যায়না। বিভিন্ন মন্দিরে তাঁকে পুজোয় অংশ নিতে বারবার দেখা গেছে। কিন্তু নিজে হাতে বাজনা বাজিয়ে কীর্তনে অংশ নিতে বড় একটা দেখা যায়নি।

বুধবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই তাঁর ভক্তরা বিভিন্ন আয়োজন করেছিলেন। দিল্লির করোল বাগে গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেখানে প্রধানমন্ত্রী গুরু রবিদাসের মূর্তির সামনে আরতিও করেন।‌ তারপর অংশ নেন সাবাদ কীর্তনে। গুরু রবিদাসের ভক্তেরা কীর্তন শুরু করলে তাতে শামিল হন প্রধানমন্ত্রী।

কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। প্রধানমন্ত্রী পরে ভিজিটরস বুকেও একটি বিস্তারিত লেখা লেখেন। কীর্তনে অংশ নেওয়ার মুহুর্তকে প্রধানমন্ত্রী এক বিশেষ মুহুর্ত বলে ব্যাখ্যা করেছেন।

গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে বুধবার দিল্লিতে ছুটি ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। ফলে সরকারি অফিস, স্কুল, কলেজ সবই এদিন দিল্লিতে বন্ধ। ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে গুরু রবিদাসকে স্মরণ করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *