World

দক্ষিণ আফ্রিকা ভ্রমণ তাঁর কাছে ‘তীর্থযাত্রা’

দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর কর্মকাণ্ড, তাঁর লড়াই ইতিহাস প্রসিদ্ধ। যে মুখ্য ৩টি জায়গায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর লড়াই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে সেই ৩ জায়গাই দক্ষিণ আফ্রিকা সফরে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি মহাত্মা গান্ধীর সেই ট্রেন সফরটি অনুসন্ধানের চেষ্টা করেন যা আজও ইতিহাসের পাতা থেকে মানুষকে উদ্বুদ্ধ করে। পেন্টরিচ রেলস্টেশন থেকে এদিন ট্রেনে চেপে বসেন তিনি। গন্তব্য ছিল পিটারমারিজবার্গ। ১৮৯৩ সালে এই স্টেশনেই তরুণ গান্ধীকে তাঁর বর্ণের জন্য ট্রেনের প্রথম শ্রেণি থেকে নেমে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি নামতে অস্বীকার করায় তাঁর জিনিসপত্র সমেত তাঁকে ট্রেন থেকে জোর করে স্টেশনে নামিয়ে দেওয়া হয়। সফর শেষে সেই ঐতিহাসিক স্টেশনে নেমে প্রধানমন্ত্রী বলেন, এই সেই সফর যা একজন সাধারণ মানুষকে মহাত্মা করে তুলেছিল। দক্ষিণ আফ্রিকা সফর তাঁর কাছে তীর্থযাত্রা সম। পিটারমারিজবার্গ স্টেশনে মহাত্মা গান্ধীকে নিয়ে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই ট্রেন সফর ঘিরে ছিল নিশ্ছিদ্র সুরক্ষা বন্দোবস্ত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button