National

এতদিন শিখেছে কী ভাববে, এখন শিখবে কীভাবে ভাববে, বললেন প্রধানমন্ত্রী

পুরনো শিক্ষা নীতিতে এতদিনে ছাত্রছাত্রীদের শেখানো হয়েছে কী ভাববে, নতুন শিক্ষা নীতি শেখাবে কীভাবে ভাববে। বললেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : ৩৪ বছর ধরে দেশে চলে আসা শিক্ষা ব্যবস্থা শিখিয়ে এসেছে কী ভাববে। নতুন জাতীয় শিক্ষানীতি তা বদলে শেখাবে কীভাবে ভাববে। শুক্রবার ইউজিসি আয়োজিত ‘কনক্লেভ অন ট্রান্সফরমেশনাল রিফর্মস ইন হায়ার এডুকেশন আন্ডার ন্যাশনাল এডুকেশন পলিসি’ শীর্ষক একটি সভার উদ্বোধনে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য সভা ছিল ভার্চুয়াল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তথ্য মেলা কোনও বড় বিষয় নয়। বরং তথ্যের বান ডেকেছে। প্রত্যেক দেশ তাদের শিক্ষানীতি সময়ের সঙ্গে পরিবর্তন করছে। ভারতেও শিক্ষা ব্যবস্থাকে সময়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার দরকার ছিল। সেটাই নয়া জাতীয় শিক্ষা নীতিতে করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশাল সিলেবাস বা প্রচুর বইয়ে জোর দেওয়া হয়নি, বরং তাদের মধ্যে থাকা জিজ্ঞাসা, আবিষ্কার, কথোপকথন ও বিশ্লেষণে জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিকে মিলিয়ে দেওয়া হয়েছে মেধার সঙ্গে।

প্রধানমন্ত্রী বলেন, যে কোনও ছাত্রছাত্রী তার পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যেতে যাতে পারে সেদিকে জোর দেওয়া হয়েছে শিক্ষা নীতিতে। এখন আর সারাজীবন একটা চাকরি করার যুগ নয়। সেই সময় আগতপ্রায় যে মানুষকে একাধিক চাকরি করতে হবে। বিভিন্ন বিষয় তাকে জানতে হবে। নিজেদের আপডেটেড রাখতে হবে। একটি কোর্স করতে করতে মাঝপথে তা বদলে অন্য কোর্সেও চলে যাওয়ার সুযোগ রয়েছে নয়া শিক্ষানীতিতে। এমনকি চাকরির প্রয়োজনে নিজের দক্ষতা বাড়াতেও কোর্সে জোর দিতে পারবে ছাত্রছাত্রীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

নয়া শিক্ষানীতিতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তিকে মিশিয়ে দেওয়া হয়েছে প্রতিভার সঙ্গে। অনেক নমনীয় করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে। গোটা বিশ্ব নিজেকে সময়ের সঙ্গে বদলে শিক্ষা নীতি বদলাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন নয়া শিক্ষানীতিতে সেদিকটাও দেখা হচ্ছে যাতে ভারতের কোনও সন্তান পড়াশোনা শেষ করে দেশের বাইরে কাজ করতে চলে না গিয়ে দেশের জন্য কাজ করতে পারেন। দেশেই কাজ করতে পারেন।

প্রধানমন্ত্রী এদিন বলেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্ক হচ্ছে। তিনি বলেন বিতর্ক হোক। যত বিতর্ক হবে ততই এই শিক্ষা ব্যবস্থা লাভবান হবে। বরং তিনি জাতীয় শিক্ষানীতি নিয়ে আরও চর্চার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী এদিন পরামর্শ দেন যে নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশ জুড়ে সেমিনার, আলোচনা সভা বাড়ানো হোক। প্রচুর আলোচনা এই ব্যবস্থাকে আরও ভাল করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *