National

রাফালকে রাষ্ট্ররক্ষা-র কথা বললেন প্রধানমন্ত্রী

রাফাল যুদ্ধবিমানের প্রথম ৫টি বিমান হাতে পেল ভারত। প্রধানমন্ত্রী করলেন ট্যুইট।

নয়াদিল্লি : ট্যুইট করে একটি সংস্কৃত শ্লোক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রাষ্ট্ররক্ষার প্রসঙ্গ সামনে এল। রাফাল যে রাষ্ট্ররক্ষার অন্যতম হাতিয়ার হল তা এদিন ট্যুইটে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আর এভাবেই রাফালকে স্বাগত জানিয়েছেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও রাফালকে স্বাগত জানিয়ে ভারতের শক্তিবৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন।

Dassault Rafale
ভারতে পৌঁছল রাফাল, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @IAF_MCC

এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের আকাশে পৌঁছল প্রথম ৫টি রাফাল যুদ্ধবিমান। ভারতের আম্বালা এয়ার বেসে নামে সেগুলি। গত সোমবার রওনা দেয় বিমানগুলি। ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। তারপর পৌঁছয় এদিন। রাফালগুলিকে সুরক্ষিত করে ঘিরে আনে ভারতের আর এক আধুনিক যুদ্ধবিমান সুখোই। গত ২০ বছরের মধ্যে রাফালই ছিল ভারতের কৌশলগত বিমান চুক্তি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২০১৬ সালে রাফাল চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়। ৩৬টি বিমানের জন্য দাম ধার্য হয় ৫৯ হাজার কোটি টাকা। চুক্তি স্বাক্ষরিত হয়। যা নিয়ে মূলত কংগ্রেস প্রবল প্রতিবাদে মুখর হয়। চুক্তির অর্থ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি চুক্তিতে দুর্নীতির অভিযোগ তোলে তারা। পরে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশ্য তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকা রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দেয় রাফাল চুক্তি নিয়ে কোনও তদন্তের প্রয়োজন রয়েছে বলে তাদের মনে হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *