National

সুবিশাল অটল মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজেপির অন্যতম জন্মদাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি সুবিশাল মূর্তির উদ্বোধন ঘিরে সকাল থেকেই সাজ সাজ রব ছিল। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মূর্তির। তাই তোরজোড় আগে থেকেই তৈরি ছিল। ২৫ ডিসেম্বর বড়দিনের দিন মূর্তির উদ্বোধন হওয়ার কথা আগেই জানানো হয়েছিল। সেইমত এদিন অটলবিহারী বাজপেয়ীর ২৫ ফুট উঁচু একটি মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বড়দিনের দিন মূর্তির উদ্বোধন হল লখনউতে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লখনউয়ের সাংসদ তথা দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূর্তির লখনউতেই বসল কেন তা অনেকের মনে হতেই পারে। লখনউতে অটলবিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপনের অন্যতম কারণ এই লখনউ আসন থেকেই ভোটে জিতে ৫ বার সাংসদ হন অটলবিহারী। এটা তারই শ্রদ্ধার্ঘ্য।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মূর্তিটি লখনউতে বসানো হলেও তা তৈরি কিন্তু লখনউতে হয়নি। আনা হয়েছে সেখানে। তৈরি হয়েছে রাজস্থানে। রাজস্থানের জয়পুর থেকে মূর্তিটি নিয়ে আসা হয় এখানে। ২৫ ফুটের এই অতিকায় মূর্তি দেখতে কৌতূহলী মানুষের সংখ্যা নেহাত কম ছিলনা। অনুষ্ঠানও ছিল ঝলমলে। কিন্তু মূর্তি উদ্বোধনের জন্য ২৫ ডিসেম্বরই বাছা হল কেন? এরও কারণ রয়েছে। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন অটলবিহারী বাজপেয়ী। এদিন পালিত হল তাঁর ৯৫ তম জন্মজয়ন্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *