National

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ৬০০ ফুটের কার্ড

দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছার বন্যা সারা দেশ তো বটেই, সারা বিশ্ব থেকেই ভেসে আসছে। সেই শুভেচ্ছার বন্যায় কিন্তু নজর কাড়ল একটি উদ্যোগ। একেবারেই পড়ুয়াদের উদ্যোগ। দ্বিতীয়বারের জন্য তাঁর প্রধানমন্ত্রীত্বের সাফল্য কামনা করে তাঁকে শুভেচ্ছা জানাতে ৭৫ জন পড়ুয়া মিলে তৈরি করেছে একটি সুবিশাল গ্রিটিংস কার্ড। যা বহরে ৬০০ ফুট! ৬০০ ফুটের এই কার্ডের মধ্যে দিয়েই শুভেচ্ছা জানিয়েছে তারা।

কার্ডটি তৈরি করতে লেগেছে ৫ দিন। ৫ দিন ধরে দিনরাত পরিশ্রম করে ৭৫ জন পড়ুয়া মিলে এই কার্ডকে পূর্ণ রূপ দিয়েছে। পড়ুয়াদের এই কর্মকাণ্ড যাঁদের উৎসাহে হয়েছে তাঁদের প্রধান প্রবীণ মিত্তল জানাচ্ছেন, এই কার্ডের একটি ডিজিটাল ভার্সান প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর আসল কার্ডটি শহরে রাখা থাকবে সকলের দেখার জন্য। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের ৭৫ জন পড়ুয়া এই কার্ডের মধ্যে দিয়ে ভারতকে বিশ্ব গুরু-তে তুলে নিয়ে যাওয়ার আবদার করেছে প্রধানমন্ত্রীর কাছে।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে শপথ গ্রহণ। তার আগে দেশের ৭৫ জন স্কুল পড়ুয়ার এই অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীকেও আনন্দ দেবে বলেই মনে করছেন সকলে। ফিরোজাবাদের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কার্ডটি একবার চোখের দেখা দেখতে। হয়তো তাঁকে শুভেচ্ছা জানিয়ে ক্ষুদেদের এই কর্মকাণ্ড দেখতে উদগ্রীব প্রধানমন্ত্রীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button