National

রং না দেখে সকলের সেবার মন্ত্র দিলেন নরেন্দ্র মোদী

রং না দেখে সেবা করুন। দেশের একজন জন প্রতিনিধি হিসাবে সকলের সেবা করা আপনার কাজ। কেউ ভোট দিতে পারেন। কেউ না দিতে পারেন, কিন্তু সকলেই দেশবাসী। আর দেশবাসীর সেবা জন প্রতিনিধিদের কাজ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার বিজেপি ও এনডিএ-র সংসদীয় নেতা নির্বাচিত করা হয়। তারপরই তাঁকে এই সম্মান দেওয়ার জন্য সকলকে সম্মান জানিয়ে সেবা ধর্মের কথা বলেন মোদী। ভেদাভেদ না করেই সকলের সেবা করার ‌মন্ত্র দেন তিনি।

এদিন সকল জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি সতর্কও করেন। জানান, এখন সবই রেকর্ড হয়। ফলে কোনও বিতর্কিত মন্তব্য করবেন না। সে বিষয়ে সতর্ক থাকুন। বিভিন্ন সময়ে বিজেপির অনেক সাংসদ পর্যন্ত আলটপকা মন্তব্য করে বিজেপিকে সমস্যায় ফেলেছেন। হয়ত সেকথা মাথায় রেখেই দ্বিতীয় ইনিংসের শুরুতেই সকলকে সতর্ক করে রাখলেন প্রধানমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন বক্তব্য রাখতে গিয়ে নিজেকে নেতা নয়, অন্য জন প্রতিনিধিদের মতই এক ‌জন বলে জানান প্রধানমন্ত্রী। এদিকে গত শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর ৫ বছরের মেয়াদ শেষ করা মন্ত্রী পরিষদের ইস্তফাপত্র দিয়ে আসেন রাষ্ট্রপতির হাতে। এদিন ফের রাষ্ট্রপতির কাছে হাজির হন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন দলের সভাপতি অমিত শাহ। রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন নরেন্দ্র মোদী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *