National

ঋণ মকুব নয়, পড়ে থাকা কাজ সম্পূর্ণ করাই তাঁর বেশি পছন্দ : প্রধানমন্ত্রী

কৃষকদের ঋণ মকুবের চেয়ে পড়ে থাকা সেচ প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে তিনি বেশি আগ্রহী। যা কৃষকদের আরও শক্তিশালী করবে। শনিবার পালামৌতে এক জনসভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তিনি দেখেন ৩০-৪০ বছর ধরে বহু সেচ প্রকল্প না হয়ে পড়ে আছে। তাঁরা তখন ৯৯টি পড়ে থাকা প্রকল্প সম্পূর্ণ করতে কাজ শুরু করেন। তাঁর লক্ষ্য সেই প্রকল্পগুলির সম্পূর্ণ রূপায়ণ। কৃষি ঋণ মকুব নয়।

পালামৌতে এদিন তাঁর প্রতিটি শব্দেই ছিল কংগ্রেসের বিরুদ্ধে প্রবল কটাক্ষ। প্রসঙ্গত মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানের ভোটে কংগ্রেসের অন্যতম হাতিয়ারই ছিল ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুব। ৩ রাজ্যেই ক্ষমতায় এসে প্রথমেই কৃষি ঋণ ২ লক্ষ টাকা পর্যন্ত মকুবের রাস্তায় হাঁটে কংগ্রেস সরকার। দেশের অন্যান্য প্রান্তেও কৃষকদের ঋণ মকুবের দাবিতে সোচ্চার হওয়া কিছুটা হলেও নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলেছে। এই অবস্থায় পাল্টা ঋণ মকুবের জায়গায় প্রকল্প রূপায়ণের রাস্তা দেখালেন প্রধানমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন পালামৌতে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, আগের সরকার ৫০ বছর ধরে কী করছিল? কেন কৃষকদের জন্য সেচ প্রকল্পগুলির রূপায়ণ হয়নি? তাঁরা ক্ষমতায় এসেই সেচ প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *