National

দেশের সবচেয়ে লম্বা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড়দিনে অসমে ব্রহ্মপুত্র নদের ওপর বোগিবিল ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই হল এখন ভারতের সবচেয়ে লম্বা ব্রিজ। রেল ও সড়ক যোগাযোগ একসঙ্গে করবে এই ব্রিজ। জুড়বে ধামাজি ও ডিব্রুগড়কে। এদিন ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান অসমের রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বোগিবিল পৌঁছন প্রধানমন্ত্রী। ব্রিজের উদ্বোধন করে ব্রিজের মাঝ বরাবর পৌঁছন তিনি। সেখান থেকে দুকূলে দাঁড়ানো অগণিত মানুষকে হাত নেড়ে অভিনন্দন জানান।

এই ব্রিজ শুধু অরুণাচল প্রদেশ ও অসমের মধ্যে যোগাযোগই সুগম করল না, সেইসঙ্গে চিন সীমান্তে প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর রাস্তাও সুগম হল। ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারতের সবচেয়ে লম্বা ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ১৯৯৭ সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচডি দেবেগৌড়া। সেসময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও ব্রিজ নির্মাণ শুরু হয় ২০০২ সালে। তখন অটলবিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত এদিন ছিল অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। ফলে এদিনই ব্রিজটির উদ্বোধন তাঁকে প্রকারান্তরে শ্রদ্ধার্ঘও বটে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *